English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ১

- Advertisements -

লক্ষ্মীপুরের বটতলীতে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে একজন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

Advertisements

বুধবার (৩ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাহামদুল হাসান, দেলোয়ার হোসেন ও আদিব হোসেনের অবস্থায় আশঙ্কাজনক।

নিহত ব্যক্তি রামগতি শিক্ষা গ্রামের আবদুল মালেকের ছেলে মো. বাদশা (৩৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন।

জানা গেছে, আজ বুধবার সকালে রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এ সময় সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

Advertisements

বাস স্টাফ মফিজুল ইসলাম জানান, সিএনজিকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এ সময় আমার সহকর্মী মারা গেছেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস উদ্ধারের চেষ্টা এখনও চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন