রাজধানীর মাটিকাটা ইসিবি চত্তরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের মো. মনছুর আলীর ছেলে ও হেলপার মো. কাদির (২১), চাঁদপুর হাজীগঞ্জ থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও ড্রাইভার মো. সুমন (৩২) ও অজ্ঞতনামা আরেকজন।
শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার এসআই মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১১-২৪০২) বাসা বাড়ির মালামাল নিয়ে মিরপুর কালশী যাওয়ার পথে মাটিকাটা ইসিবি চত্বরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে যায়। ড্রাইভার ও হেলপারসহ ৩ জন আটকা পড়ে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম অত্যাধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়। গাড়ির হেলপার মো. কাদিরকে (২১) মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে মিরপুর ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/za2j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন