English

27.2 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

ফেনীতে পিকআপে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

- Advertisements -

ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ির বাসিন্দা শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে নোয়াখালীগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপে থাকা দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একরামেরও মৃত্যু হয়। 

নিহতদের জেঠাতো ভাই মো. সুজন জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি পরিবহন কম্পানিতে চাকরি করতেন।

কম্পানির একটি পিকআপ সড়কের পাশে পড়ে গেলে মালিকপক্ষ তাকে সেটি উদ্ধার করতে বলেন। রাত ৩টার দিকে ছোট ভাই একরামকে নিয়ে মোশারফ ঘটনাস্থলে যান এবং পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে পেছনের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে বাসটি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোশারফের মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, অজ্ঞাতনামা একটি বাস পিকআপে ধাক্কা দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে, অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tc0l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন