ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ির বাসিন্দা শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।
নিহতদের জেঠাতো ভাই মো. সুজন জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি পরিবহন কম্পানিতে চাকরি করতেন।
কম্পানির একটি পিকআপ সড়কের পাশে পড়ে গেলে মালিকপক্ষ তাকে সেটি উদ্ধার করতে বলেন। রাত ৩টার দিকে ছোট ভাই একরামকে নিয়ে মোশারফ ঘটনাস্থলে যান এবং পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে পেছনের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে বাসটি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোশারফের মৃত্যু হয়।