English

28 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০

- Advertisements -

রাঙামাটিতে পাহাড়িকা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ যাত্রী আহত হয়েছে। এসময় বাস চাপায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩টি সিএনজি।

আহতদের মধ্যে বাস চালকসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। রবিবার (২২ মে) বিকাল ৪টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন রাঙামাটি -চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সড়কে রাখা তিনটি অটোরিক্সাকে (সিএনজি) চাপা দেয়।

এসময় সিএনজিতে কোনো যাত্রী না থাকলেও বাসের ২০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। দুমড়ে-মুচড়ে যায় সিএনজিগুলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। মারাত্মক আহত বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতাল আরএমও ডা. শওকত আকবর জানান, বাস দুর্ঘটনায় আহতরা রাঙামাটির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন