English

26.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ১৬ হাজার ৩৩৬ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১ লাখ ৭২৯ জন,সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৩৬৩ জনের এবং সর্বোচ্চ সুস্থ জাপানে ১ লাখ ৭৩ হাজার ১৪১ জন।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৫৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ১৬ হাজার ৩৩৬ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৮৭৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৫ লাখ ৯ হাজার ২২১ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ১২৮ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ৩৩৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮৬২ জন বা আক্রান্তের ৯৯.৭% এবং গুরুতর অসুস্থ ৪১ হাজার ৯১০ জন বা আক্রান্তের ০.৩%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪০৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৭৪ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯ কোটি ২৮ লাখ ১১ হাজার ৮০৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৯৫ জন, মৃত্যু ৩৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৬৩৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৮ হাজার ৯০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ২০৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ২৪০ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৩৫৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ১৪২ জন এবং মৃত্যু ৪৬ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৩৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৭২৬ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৮৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৮ হাজার ৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৫৭ জন, মৃত্যু ১১৭ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৯৬১ জন। মোট মারা গেছেন ২৭ হাজার ২৪৯ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ২১ লাখ ২ হাজার ১৯৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৫ হাজার ৪৮৪ জন, মৃত্যু ৫৬ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৭৯২ জন। মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৭ জন এবং মৃত্যু ৬৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৫ হাজার ২২৯ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫৭০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৫৪১ জন।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ৯৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার ৩১৬ জন।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ২৪৬ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৫৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৭২৯ জন, মৃত্যু ২৮২ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখ ১৪ হাজার ১৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ৭৫০ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৪০ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ২৮ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু ২২১ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭২ জন। মোট মৃত্যু ১ লাখ ১২ হাজার ৯২৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ২৬১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৭৫ জন, মৃত্যু ২৯ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৭৭ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ১২৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ৮৯৮ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৯৪ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯০৬ জন। মোট মৃত্যু ১৪ হাজার ২১৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬২ জনের। এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৯৯ হাজার ৫৪৭ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৬ লাখ ৮৯ হাজার ৮৬১ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৪ হাজার ২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৯২ হাজার ৯৫৩ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬০৯ জন। আর সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৩০ হাজার ৮০৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৫৩ জন,মৃত্যু ৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৫ লাখ ৩৬ হাজার ২১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৮৫ জনের এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ১১ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৪৫ জন এবং মৃত্যু ৩৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৪৬ হাজার ২২০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৬৫২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৬ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৫২ জন এবং মৃত্যু ২২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৮২ হাজার ২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫১৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৭১৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ লাখ ৮৬ হাজার ১৬৬ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ২ হাজার ৮০৯ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৬৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৪৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬০ জন, মৃত্যু ১৯ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪৫ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮২ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aee9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন