মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। নগরীর অভিজাত বনজৌর রেস্টুরেন্টের উদ্যোগে বুধবার সকালে নগরীর জিইসি মোড় থেকে শুরু হওয়া এই র্যালীর উদ্বোধন এবং নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম টেলিভিশনের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন, পরিচালক দোলন মিত্র, পরিচালক বিকাশ কান্তি দাশ, পরিচালক প্রাণ গোপাল।
এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং বনজৌর রেস্টুরেন্টের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারী র্যালীতে অংশ নেন।
ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল শোভাযাত্রা, ব্যান্ড পার্টি সমেত বর্ণাঢ্য এই র্যালীটি নগরীর জিইসি মোড় থেকে শুরু হয়ে দামপাড়া ওয়াসা হয়ে আবার জিইসি মোড়ে এসে শেষ হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/amhw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন