শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ার গ্রাফ ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। বড় নির্মাতাদের কাছ থেকেও আগের মতো নতুন সিনেমার প্রস্তাব আসছে না। এদিকে মুম্বাইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে এই অভিনেত্রীর ভাই সিদ্ধান্ত কাপুরের। ইতোমধ্যে শ্রদ্ধার ভাইকে তলব করেছে মুম্বাই পুলিশ। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না এই বলিউড তারকার। তার মাঝে আবার বিপাকে পড়লেন শুটিং করতে গিয়ে আহত হয়ে।
আনন্দবাজার, আজকাল, এই সময়সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শ্রদ্ধা কাপুর বেশ কিছুদিন ধরে ব্যস্ত ‘ঈথা’ সিনেমার শুটিং নিয়ে। এটি নির্মিত হচ্ছে মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী নিয়ে। যে কারণে শুরু থেকেই এই কাজটি নিয়ে দারুণ পরিশ্রম করে যাচ্ছিলেন অভিনেত্রী। এবার এই সিনেমার শুটিংয়ে গিয়ে ঘটল অঘটন। লাভনি নৃত্যের একটি দৃশ্যে শুটিং চলাকালীন বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। বাধ্য হয়ে পরিচালককে শুটিং বন্ধ করে দিতে হয়েছে।
নির্মাতাসূত্র জানিয়েছে, এই চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা। শুটিংয়ের দিন শ্রদ্ধা লাভনি নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন তিনি। এমনিতেই এটি দ্রুতলয়ের নাচ, তার ওপর ভারী শাড়ি, প্রচুর পরিমাণে গহনা ও বড় আকারের ভারী কোমরবন্ধনী পরে নাচতে হচ্ছিল অভিনেত্রীকে। সাজ-পোশাক নিয়ে লাভনি নাচ মোটেও সহজ নয়। তারপরও শ্রদ্ধা তাঁর পারফরম্যান্স নিখুঁতভাবে তুলে ধরতে চেয়েছেন। সে কারণে নাচে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, কোমরবন্ধনী খুলে যাওয়ার বিষয়টি নজরে আসেনি। ফলে এ কোমরবন্ধনী খুলে খুব জোরে আঘাত পাওয়ার কারণে পা বাঁকা হয়ে আঙুলে চাপ পড়ে। তখনও বোঝা যায়নি, পা বেঁকে চাপ পড়ায় অভিনেত্রীর আঙুল ভেঙে গেছে। তবে আঘাত যে গুরুতর তা বুঝতে পেরে তখনই শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক লক্ষ্মণ উতরেকর। অভিনেত্রী দ্রুত চিকিৎসার জন্য শুটিং ছেড়ে চলে যান মুম্বাইয়ে।
চিকিৎসরা জানিয়েছেন, শ্রদ্ধা কাপুর আঘাত পেলেও ভয় পাওয়ার কিছু নেই। দ্রুতই তিনি কাজে ফিরতে পারবেন। চিকিৎসকদের কাছে দ্রুত কাজে ফিরতে পারার আশ্বাস পেয়ে শ্রদ্ধা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন ‘ঈথা’ সিনেমার বাকি অংশ কাজ শেষ করার।
অভিনেত্রীর কথায়, ‘আমি চাই না, আমার শিডিউল নিয়ে প্রযোজক-পরিচালক নতুন করে সমস্যায় পড়ুন। আহত হলেও যথাসময় আমার কাজটুকু শেষ করে দিতে পারব বলে আশা করছি।’
শ্রদ্ধার এই পেশাদারি ভাবনাকে সম্মান জানিয়েছেন নির্মাতারাও। তবে নেটিজেনদের অনেকের মত, শ্রদ্ধা তাঁর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী করার জন্য উঠেপড়ে লেগেছেন। কারণ, ‘আশিকি-২’ সিনেমার সাফল্যের রেশ ধরে একের পর এক বড় বাজেটের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। বড় তারকাদের বিপরীতে ধারাবাহিকভাবে কাজের অভিজ্ঞতা হয়েছে তাঁর। এই সময় হঠাৎ নির্মাতারা শ্রদ্ধা দিক থেকে নজর সরিয়ে নেওয়া শুরু করেছেন। সে কারণে শ্রদ্ধা চাইছেন যেকোনোভাবে আগের অবস্থানে ফিরে যাওয়ার।
