নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান ফুটপাতে উঠে যাওয়ায় তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ওই সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলায় মুছাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), একই ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের তায়েব মিয়ার ছেলে মো. মাশকিন (৪৫) ও সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫)।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/aq43