English

26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

বরিশাল জিলা স্কুলে বিআরটি এর আয়োজনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

- Advertisements -

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলার ন্যায় বরিশালেও জুলাই আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে শহীদ দিবস-২০২৫ পালন করেছে বরিশাল বিআরটিএ।

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ ৪ আগষ্ট রোজ বিকেল ৪ টায় জিলা স্কুলের ২ শত জন শিক্ষার্থী নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অনুষ্ঠিত সচেতন মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

জিলা স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা রানী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিএ সহকারী পরিচালক মো: খালিদ মাহমুদ।

সড়ক নিরাপত্তা মূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটি বরিশাল সার্কেলের লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা,পরিদর্শক মো: মাহফুজুর রহমান,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ ইমন হোসেন, মাওলানা মো: রেদওয়ান হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: খালিদ মাহমুদ বলেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই ভয়ঙ্কর। দূর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে আরও বেশি সচেতন করতে হবে। সড়কে চলাচলের সময় অবশ্যই আমাদের সকলের ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও গাড়ি চালানোর সময় সড়ক আইন মেনে চলতে হবে। সকল চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, চালক যাত্রী ও পথচারীদের সচেতন করার পাশাপাশি আমরা স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভার আয়োজন করে যাচ্ছি শুধু মাত্র দূর্ঘটনা প্রতিরোধ করার জন্য। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতন হতে হবে এবং সড়ক আইন মেনে চলতে হবে।

উল্লেখ্য এর আগেও অর্থাৎ গত ২৯ জুলাই বিকেল ৪ টায় বরিশাল সদর গালস স্কুলের হলরুমে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত হয়েছিলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/arj6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন