সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস তাদের প্রথম ভোক্তাদের জন্য তৈরি বিল্ট-ইন ডিসপ্লেসমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করেছে। মেনলো পার্কে কোম্পানির বার্ষিক মেটা কানেক্ট সম্মেলনে প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এই ‘মেটা রে-বেন ডিসপ্লে’ গ্লাস এবং নতুন রিস্টব্যান্ড কন্ট্রোলার প্রদর্শন করেন।
গ্লাসটির ডান পাশের লেন্সে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখানে নোটিফিকেশনসহ কিছু মৌলিক কাজ করা যাবে। ৭৯৯ ডলার মূল্যের এই গ্লাস ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে। এর সঙ্গে একটি রিস্টব্যান্ড থাকবে, যা হাতের ইশারাকে কমান্ডে রূপান্তর করে টেক্সট বা কলের জবাব দেওয়া সম্ভব করবে।