চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীতে বাসচাপায় মোহাম্মদ মুসা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারের ব্যবসায়ী ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, সকালে একটি বাস নাজিরহাট থেকে তৈরি পোশাক কারখানার কর্মীদের নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। বড়দিঘীর পাড় এলাকায় ডিভাইডারবিহীন অংশ পার হওয়ার সময় বাসটির চাপায় মুসা নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাবাবাসী মহাসড়কে অবস্থান নিলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী ঘটনার পরই পালিয়ে যান। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/avcy
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন