নাসিম রুমি: বলিউডের খলনায়ক গুলশান গ্রোভার আজ যেভাবে সেলিব্রিটি হয়েছেন, তার শুরু ছিল একেবারেই সাধারণ। অভিনেতা নিজের আত্মজীবনীতে জানিয়েছেন, মাত্র ৫ বছর বয়সে তিনি দিল্লির উপকণ্ঠে অনুষ্ঠিত রামলীলায় হনুমানজির সেনার এক বানরের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই প্রথম পারিশ্রমিক ছিল এক গ্লাস দুধ আর কিছু কলা।
তবে ছোট বেলায় এই অভিজ্ঞতা তাকে অভিনয়ের প্রতি আরও উৎসাহী করে তোলে। রামলীলা কমিটি তার অভিনয় এতটাই পছন্দ করেছিল যে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে শুরু করেন। এরপর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন।
চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটও গুলশানের ভক্ত ছিলেন। মহেশ জানান, গুলশান সফল হওয়ার পরও কাজের প্রতি নিঃসন্দেহ নিষ্ঠা দেখাতেন এবং একজন নবাগত শিল্পীর মতো কৌতূহল ও উদ্যম রাখতেন। একবার ভোর সাড়ে ৫টায় গুলশান মহেশকে ফোনে মেসেজ পাঠান, যেখানে লিখেছিলেন, স্যার, আমি সড়ক-২ এর পুরো স্ক্রিপ্টটি পড়েছি। আমার এটা পছন্দ হয়েছে। আমাকে এই জার্নির অংশ করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভালোবাসা-গুলশান।