সিরাজগঞ্জের তাড়াশে সাইকেল আরোহী শাহরিয়ার হোসেন (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মাদরাসা শিক্ষার্থী শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি উত্তর মথুরাপুর গ্রামের শিড়্গক আব্দুল আলিম নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদরাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনার নামের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে শাহরিয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদরাসা ছাত্র শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/b19k
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন