English

27.2 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

নাইজেরিয়ায় অনাহার-অপুষ্টিতে ৬৫২ শিশুর মৃত্যু

- Advertisements -

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে অনাহার-অপুষ্টিতে কমপক্ষে ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।  আন্তর্জাতিক দাতাদের তহবিল কমানোর কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।  খবর রয়টার্সের।

ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত এমএসএফ বলেছে, ‘আমরা বর্তমানে বিশাল বাজেট কাটছাঁট প্রত্যক্ষ করছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে।  এটি অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে।’

এর আগে জাতিসংঘের খাদ্য সংস্থা জানায়, তারা জুলাইয়ের শেষের দিকে নাইজেরিয়ার বিদ্রোহ-কবলিত উত্তর-পূর্বাঞ্চলের ১.৩ মিলিয়ন মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে।  কারণ মজুদ শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের ফলে ঘাটতি পূরণের জন্য নাইজেরিয়া এই বছর ২০০ বিলিয়ন নাইরা (১৩০ মিলিয়ন ডলার) বাজেট করেছে।

এমএসএফ জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর কাটসিনায় সবচেয়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ‘দুর্ভাগ্যবশত ২০২৫ সালের শুরু থেকে ইতোমধ্যে ৬৫২ জন শিশু মারা গেছে’।

প্রসঙ্গত, কাটসিনা রাজ্যে ডাকাতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।  যার ফলে নিরাপত্তাহীনতার কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের খামার ছেড়ে যেতে বাধ্য হয়েছে।  স্থানীয় বেসামরিক নজরদারি গোষ্ঠীগুলির সঙ্গে সরকার ডাকাতদের কার্যকলাপ নিয়ন্ত্রণে লড়াই করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b2vx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন