English

22 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
- Advertisement -

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

- Advertisements -

রাজধানীর রমনা থানাধীন মৌচাক  ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) ও  সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

প্রথমে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকাল ৬ টার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একে একে দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, বৃহপ্রতিবার ভোরের দিকে মৌচাক ফ্লাইওভারে  সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। িএঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আরেকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শিক্ষার্থীর ফুপা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গতরাতে তার বন্ধুর সাথে ইয়াসিন আরাফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে সংবাদ পাই তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।

ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তাদের বাড়ি মুগদা এলাকায়। তার বাবার নাম জহিরুল ইসলাম। নিহত সিএনজি অটোরিকশা চালকের ছেলে বাবুল তালুকদার জানিয়েছেন, ভোরে তার বাবা সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন, পরে হাসপাতাল থেকে সংবাদ পাই বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।

নিহত নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুরে পরিবার নিয়ে থাকতেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bap1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন