English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

রাস্তার পাশে থাকা বাসে আগুন

- Advertisements -

ভোলার বোরাহনউদ্দিন উপজেলার আবুল বাজার এলাকায় রাস্তার পাশে থাকা দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে কিভাবে বাসে আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুল বাজার এলাকায় নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় ভোলা বাস মালিক সমিতির একটি ডাইরেক্ট বাসের চাপায় খোরশেদ আলম নামের এক পথচারী নিহত হন।

এর পর থেকেই মামলা জটিলতার কারণে বাসটি ওই এলাকার সড়কের পাশে রাখা হয়। বুধবার দুপুরের দিকে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে বোরাহানউদ্দিন ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisements

ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা মো. আকতার হোসেন মঞ্জু বলেন, ‘বাসটি দুর্ঘটনার পর থেকে বোরাহনউদ্দিন থানার অধীনে ছিল। বাসচাপায় পথচারী মারা যাওয়ায় বোরহানউদ্দিন থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মারা যাওয়া খোরশেদের পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসা হওয়ায় তারা কোনো মামলা করেনি। পুলিশের দায়ের করা মামলায় আজ (বুধবার) আদালত বাসটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সংবাদের পরপরই আমাদের কাছে খবর আসে বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভেয়েছেন। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। যেহেতু বাসটি বোরহানউদ্দিন থানা পুলিশের অধীনে ছিল তাই এ অগ্নিকাণ্ডের ঘটনায় দায় তাদেরকেই নিতে হবে। আমরা প্রয়োজনে আদালতে যাব। ‘

বোরাহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর বাসটি থানায় আনা সম্ভব হয়নি। তাই সেটিকে কোর্টের নির্দেশে বাস মালিক সমিতির মাধ্যমে সড়কের পাশের রাখা হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি আদালতকে জানানো হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন