নাসিম রুমি: বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে আর অনীত পাড্ডাকে দেখা মিলল একসঙ্গে। সেখানে তাদেরকে বেশ কাছাকাছি অবস্থাতেই দেখা যায়, যা দেখে চমকে গেল ভক্তরা।
সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে একসঙ্গে দেখা মেলে তাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বাইরে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন—যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
আর এ নিয়েই শুরু গুঞ্জন! নেটিজেনরা ভাবতে শুরু করেন, পর্দার প্রেম কি বাস্তবেও ধরা দিচ্ছে তাহলে? একজন লিখেছেন, ‘হাত ধরেনি তো কী হয়েছে, আহানের চোখ কিন্তু অনীতের দিকেই ছিল।’