English

23 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

বিয়ের হার কমায় নতুন দম্পতিদের নগদ ভাউচার দিচ্ছে চীনের নিংবো

- Advertisements -

চীনে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দম্পতিদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পূর্বাঞ্চলীয় শহর নিংবো। শহরটির সিভিল অ্যাফেয়ার্স বিভাগ তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, নতুন বিবাহিত দম্পতিরা মোট ১,০০০ ইউয়ান (প্রায় ১৪১ ডলার/১০৭ পাউন্ড) মূল্যের আটটি নগদ ভাউচার পাবেন। এসব ভাউচার বিয়ের ফটোগ্রাফি, অনুষ্ঠান আয়োজন, উদযাপন, হোটেল, কেনাকাটা এবং বিয়ে-সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় ব্যবহার করা যাবে।

বিভাগটি আরও জানায়, ভাউচারগুলো সীমিত সংখ্যক এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিতরণ করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর তথ্য অনুযায়ী, নিংবোর পাশাপাশি পূর্ব চীনের আরও কিছু শহর—যেমন হাংঝৌ এবং পিংহু—বছরের শেষ পর্যন্ত অনুরূপ নগদ ভাউচার স্কিম চালু করেছে।

চীনে গত বছর ৬১ লাখের বেশি দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা ২০২৩ সালের ৭৬.৮ লাখ থেকে প্রায় এক-পঞ্চমাংশ কম। বিশ্লেষকদের মতে, শিশুপালনে উচ্চ  ব্যয় ও শিক্ষা খরচ বিয়ের হার কমার অন্যতম প্রধান কারণ।

দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে বিয়ে ও সন্তান জন্মদানে মানুষকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ভালোবাসা শিক্ষা’ চালুর আহ্বান জানানো হয়েছে, যেখানে তরুণদের বিয়ে, সন্তানধারণ এবং পরিবার গঠনে ইতিবাচক মনোভাব তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকারগুলোকে ‘উপযুক্ত বয়সে’ বিয়ে ও সন্তান নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর নির্দেশও দিয়েছে বেইজিং।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bebs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন