ডেঙ্গু কেড়ে নিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র রঞ্জিত দাস চৌহানের প্রাণ। ৪৬ ব্যাচের এই শিক্ষার্থী জ্বরসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ও ছিলেন শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
রোববার দিবগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রঞ্জিতের। এর আগে সে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
জানা যায়, রঞ্জিত জন্ডিসের লাস্ট স্টেজে ছিলেন। সঙ্গে ছিলো ডেঙ্গু জ্বর। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সঙ্গে তার কিডনিতে সমস্যা ছিল। ঢাকা মেডিকেলে আনার ৪০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/biu8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন