কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নিরাপদ সড়ক চাই নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর জোয়াদ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, এবং ট্রাফিক ইন্সপেক্টর তৌফিক আহমেদ। এ ছাড়া সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আলীমুজ্জামান মহসিন, কার্যকরী সদস্য মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের প্রশিক্ষণ ও পথচারীদের সতর্কতা অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়ে তোলা কেবল সরকারের নয়, নাগরিকদেরও দায়িত্ব। সবাই যদি আইন মেনে চলে এবং সচেতন হয়, তবে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বক্তারা জাতীয় নিরাপদ সড়ক বাস্তবায়নে করণীয় হিসেবে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, খানা-খন্দমুক্ত সড়ক রক্ষণাবেক্ষণ, পথচারীদের জন্য ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট বাধ্যতামূলক করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি চালুর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “নিরাপদ সড়ক মানে শুধু দুর্ঘটনামুক্ত পথ নয়, এটি সচেতন নাগরিকত্বের প্রতীক।” সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠবে নিরাপদ সড়ক ও নিরাপদ সমাজ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই “সড়ক হবে নিরাপদ, জীবন হবে সুন্দর” এই অঙ্গীকার ব্যক্ত করেন।