English

31.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

সৌদি সফরে মেসি

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বকাপের জেতার আনন্দের রেশ এখনো কাটেনি বলা চলে। কিন্তু এরই মাঝে সমালোচনার একের পর এক তোপ ধেয়ে আসছে লিওনেল মেসির ওপর।

কেননা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো রাউন্ড থেকেই ছিটকে গেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি গোলও করতে পারেননি মেসি।

তাই তাকে ছেড়ে কথা বলছে না ফরাসি সংবাদমাধ্যমগুলো। তাতে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি নবায়নের বিষয়টিও পড়ে গেছে অনিশ্চয়তার মুখে।

বর্তমান মেয়াদ অনুযায়ী চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা মেসি। ভবিষ্যৎ গন্তব্যের এখনো কোনো ইঙ্গিত দেননি তিনি। তবে চলতি মাসে তার সৌদি আরব সফর নতুন জল্পনাকল্পনা উঁকি দিচ্ছে। যদিও মেসির এই সফর ফুটবলীয় কোনো কারণে নয়। সৌদি আরবের পর্যটন খাতের শুভেচ্ছাদূত তিনি। তারই পরিপ্রেক্ষিতে পরিবারসহ মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, ভবিষ্যৎ ঠিকানা হিসেবে পিএসজিকেই প্রথম প্রাধান্য দিচ্ছেন মেসি। দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ না হলে তার দিকে চেয়ে থাকবে পুরনো দুই ক্লাব বার্সেলোনা ও নিউওয়েলস বয়েস। মুখিয়ে থাকবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার খেলা ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bqiz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন