রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন জিনাত বরকতুল্লাহ’র মেয়ে বিজরী বরকতুল্লাহ। তিনি মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে চেয়েছেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বলেন, ‘জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন। সবাই গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।’
বিজরী বরকতুল্লাহ বলেন, ‘আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এখন আর বিস্তারিত বলতে ইচ্ছা করছে না। শুধু বলবো, সবাই দোয়া করবেন।’জিনাত বরকতুল্লাহ করোনা আক্রান্ত নন, ‘নন কোভিড’ ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bqub
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন