মাহমুদ হাসান নাঈম, গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিপুলসংখ্যক বিএনপি নেতা–কর্মী উপস্থিত ছিলেন, যা সভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভায় লিংকন বলেন, “গোবিন্দগঞ্জের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার অবসান ঘটানোই আমার লক্ষ্য। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও কর্মসংস্থান—প্রতিটি খাতেই দৃশ্যমান পরিবর্তন আনতে চাই।” তিনি জানান, নির্বাচিত হলে গোবিন্দগঞ্জকে একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপ দিতে তিনি কাজ করবেন।
সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাবে তিনি বাস্তবসম্মত সমাধান ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সাংবাদিকদের উদ্দেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “গণমাধ্যম সত্য তুলে ধরলে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর সমাজে ন্যায়ের শক্তি আরও সুদৃঢ় হয়।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা লিংকনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষকে বিজয়ী করতে সব শক্তি নিয়োগের ঘোষণা দেন।
মতবিনিময় শেষে লিংকন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। আপনাদের সহযোগিতা নিয়ে গোবিন্দগঞ্জের উন্নয়নযাত্রা এগিয়ে নিতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, গোবিন্দগঞ্জবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দেবে।
