বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেলেন চীনা অভিনেতা ইউ মেংলং।৩৭ বছর বয়সী এই অভিনেতা একজন সঙ্গীত শিল্পী ও পরিচালকও ছিলেন। গতকাল বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার সোশ্যাল মিডিয়া টিম।
এই ঘটনায় কোনো অপরাধের সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়েছে পুলিশ। একে দুর্ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
মেংলংয়ের টিমের দেওয়া এক পোস্টে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং মারা গেছেন। পুলিশ কোনো অপরাধের কথা জানায়নি। আমরা তার শান্তিকামনা করছি।’
ইউ মেংলং ২০০৭ সালে রিয়েলিটি শো ‘মাই শো, মাই স্টাইল’-এ অংশগ্রহণের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘ইটারনাল লাভ’সহ কয়েকটি চীনা সিরিজে অভিনয় করেছেন এবং বিভিন্ন সঙ্গীত প্রকল্পও প্রকাশ করেছেন