পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় দুলাল চন্দ্র রায় (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক এএসআই (উপ-পরির্দশক) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ কর্মকর্তা দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরাম এলাকার হরেস চন্দ্র রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এএসআই দুলাল চন্দ্র রায় মঙ্গলবার রাতে ছুটি নিয়ে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে দেবীগঞ্জের গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের লক্ষীরহাট-তাঁতীপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে দেবীগঞ্জগামী একটি দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং তার ওপর দিয়ে ট্রাক চলে গেলে তিনি সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থলেই মারা যান দুলাল চন্দ্র রায়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ বলেন, ‘ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী কমলা রানী বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালক ও তার সহকারীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।’
নিহতের লাশ ময়নতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c1ej
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন