আর্জেন্টিনার জার্সিতে কখনো ম্যাচ খেলার সুযোগ পাননি মারিও গোমেজ। তবে একক নৈপুণ্যে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে তার। প্রয়াত কিংবদন্তির বিপক্ষে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডারকে ডাগআউটের দায়িত্ব দিয়েছে বসুন্ধরা কিংস।
এক বছরের চুক্তিতে কিংসে যোগ দিয়েছেন গোমেজ।
খেলোয়াড়ি ক্যারিয়ার খুব একটা না হলেও কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ গোমেজের।
২০ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপ-এশিয়ার বিভিন্ন ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। তবে ৯ বছরের খেলোয়াড়ী ক্যরিয়ারে আট বছরই কাটিয়েছেন ফেরোতে। সেই দলে খেলার সময় কিছুদিনের জন্য ম্যারাডোনাকে ট্রেনার হিসেবে পেয়েছিলেন গোমেজ।
সেই স্মৃতির ঝাঁপি খুলে গোমেজ বলেছেন, ‘আমার মনে আছে যখন সে ইউরোপ থেকে ফিরে আসে তখন ফেরোতে আমাদের সঙ্গে ১৫ দিন অনুশীলন করেছিল। সে সময় সে দ্বিতীয় ট্রেনার হিসেবে কাজ করেছিলেন।
আরো একটি ব্যাপার মনে আছে, বুটের ফিতা না বেঁধেই খেলতেন ম্যারাডোনা। এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার ছিল। ফিতা না বেঁধে খেললে যেকেউ দৌড়ানোর সময় মাটিতে পড়ে যাবে কিন্তু সে পড়ত না।’
ম্যারাডোনার পর আর্জেন্টিনা পেয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। যার নেতৃত্বে কাতার বিশ্বকাপে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তারা। দুই কিংবদন্তির পায়ের জাদুতে মোহমুগ্ধ হয়ে বাংলাদেশের হাজারো সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করেন।
সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে একটা বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশ। সেখান থেকেই লাল-সবুজের দেশ সম্পর্কে ধারণা নিয়েছেন বলে জানিয়েছেন গোমেজ। মালয়েশিয়ার জাতীয় দলের হয়ে ৫০ দিন কাজ করা কোচ বলেছেন, ‘হ্যাঁ, আমি জানি এ ব্যাপারে। কাতার বিশ্বকাপ দেখেছিলাম অনেক বাঙালি আর্জেন্টিনার খেলা দেখতে সেখানে গিয়েছে। এমনকি আর্জেন্টিনার জয়ে তাদের খুশি হতে দেখেছি।’