সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। বাদ যাননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও। ভূমিকম্পের পরপরই পোস্ট দেন তিনি।
আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’ তা নিয়ে পরীমনিকে মন্তব্যের ঘরে জবাবও দিতে দেখা যায়।
পরীর সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন করেন নানা মন্তব্য। তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cdg3