থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বৈশাখী টেলিভিশনে আজ (৩১ ডিসেম্বর) রাত ১১টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান শাহরুখস নাইট। ২০১০ সালে অন্তর শো বিজের আয়োজনে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শাহরুখস নাইট।
কিং খান শাহরুখ ছাড়াও এতে অংশ নেন বলিউডের একঝাক তারকা। পুরো অনুষ্ঠান সরসরি প্রচার করে বৈশাখী টেলিভিশন। অনুষ্ঠান বিভাগের প্রযোজনায় আজ প্রচার হবে সে অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cfx1