কুমিল্লা, ৪ অক্টোবর ২০২৫ (শনিবার): নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় কুমিল্লার কান্দিরপাড়ের সুরুবি ম্যানশনের ৪র্থ তলায় নিসচা কুমিল্লা জেলা শাখার আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এড. আবদুল কাদের তাহের, সেক্রেটারি মো. মোসলেম উদ্দিন, সহ-সভাপতি মো. ইউনুস, আলী আবদুল্যা খালেদ, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান কাজী জাকির হোসেন, মো. ইকবাল আমিন, মো. কাজী জিল্লুর রহমান, আশরাফুল আলম, মো. মনির হোসেন, মাহবুব খন্দকার।
মোনাজাত পরিচালনা করেন মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন কাজী জাকির হোসেন ও শওকত ইকবাল নিপু।
বক্তারা বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন চিত্রনায়ক নন, তিনি দেশের মানুষের নিরাপত্তার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তার নেতৃত্বে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন একটি জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারেন।”
দোয়া মাহফিলে উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রিয় এই মানুষটির দ্রুত আরোগ্য ও সুস্থ জীবনের জন্য।