ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর থেকে বিপুল বিস্ফোরকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর গানম্যান, যুবলীগকর্মী মুরাদ হোসেন পেট্রোলবোমা বানাতে তাদের ঢাকা থেকে ভাড়া করে এনেছেন বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮টায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল ভাঙ্গা থানায় করা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এরা দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা নিয়েছে। অলরেডি তারা করেছে। সেই কার্যক্রমকে সামনে রেখে আমাদের পোশাকি পুলিশের ও গোয়েন্দা পুলিশকে নজরদারি করতে মোতায়েন করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের পুলিশ গোপন সংবাদের জানতে পারে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে টিটু সরদার নামের এক প্রবাসীর বাড়িতে নাশকতা করার জন্য কিছু দুষ্কৃতকারী বিস্ফোরক দ্রব্য নিয়ে এসে বোমা ও পেট্রোল বোমা তৈরির কাজ করছে। ’
এসপি বলেন, ‘তখন ভাঙ্গা সার্কেলের এএসপি আসিফ ইকবালের নেতৃত্বে ওসিসহ অন্যান্য অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করে তিনজনকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আটক করতে সক্ষম হয়েছি। এই তিনজনই এই জেলার বাসিন্দা নয়, তারা সকলেই ঢাকার মিরপুরের বাসিন্দা। ’
তিনি বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর গানম্যান যুবলীগ কর্মী মুরাদ হোসেন ঢাকা থেকে রাজিব নামের এক যুবলীগকর্মী থেকে এই বিস্ফোরক দ্রব্য নিয়ে আসে।’
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘আমরা সন্দেহ করতেই পারি যেহেতু নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ এই তিন যুবককে ভাড়া করে এনে পেট্রোলবোমা বানাতে এনেছেন, এর পেছনের নেতৃত্বে ও অর্থদাতা হিসেবে নিক্সন চৌধুরীর হাত থাকতে পারে। মুরাদ, রাজিবসহ আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে ।’
তিনি বলেন, ‘আটক তিন যুবক ভাড়ায় এসেছেন। তারা পেট্রোলবোমা বানাতে পারদর্শী। তারা কোনো দলের নয়।’
