English

27.4 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
- Advertisement -

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়াল

- Advertisements -

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৮৯ জনে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু বেড়ে দাঁড়াল ২১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন তাদের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন ছিলেন নারী। তাদের বয়স ছিল যথাক্রমে ৩৫, ৮৫ এবং ২৮ বছর।

এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।

চলতি অক্টোবর মাসের পাঁচ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৪৭ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১১ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ১৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬২২ জন চিকিৎসা নিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cimy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন