গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বগুড়ার ধনুট উপজেলার সাংইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
যাত্রীবোঝাই অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালায় একলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক দুজনকে মৃত ঘোষণা করেন।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cnjw