গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের হয়েছে।
১৯ আগস্ট ২০২০ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমের আদালতে মামলাটি দায়ের করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে।
আদালত অভিযোগটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশকে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস।
আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়- ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৯ আগস্ট রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে তিনি বক্তব্য দিয়েছেন। রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তিও করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1npx
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন