English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

কোহলিদের শিরোপা উদযাপনে ১১ জনের মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি

- Advertisements -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, শেষপর্যন্ত এ আনন্দ ফিকে হয়েছে বিষাদে। বেঙ্গালুরুর শিরোপা জয়ের প্যারেডে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হয়েছেন অর্ধশতাধিক। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শনিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই ভবিষ্যতে শিরোপা উদযাপন নিয়ে নির্দেশনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একইস সঙ্গে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিসিআই।

কমিটির প্রধান হিসেবে রয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া। তার সঙ্গে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে এই কমিটি।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, বেঙ্গালুরুতে জয় উৎসবে যে ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে।

এই বৈঠকে আরও ঠিক হয়েছে যে, একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে যেখানে পাঁচ জন আম্পায়ার কোচ থাকবেন। আম্পায়ারদের সার্বিক উন্নতেতে কাজ করবেন তারা। এই পাঁচ আম্পায়ারের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রত্যেককে সাবেক আম্পায়ার হতে হবে।

একই ভাবে, তিন জন ম্যাচ রেফারিকে নিয়ে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে। তাদের কাজ হবে ম্যাচ রেফারিদের পারফরম্যান্সের উন্নতি করা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t1je
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন