English

28 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
- Advertisement -

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা

- Advertisements -

নাসিম রুমি: সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান এখন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলছেন। এদিকে দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই মামলা হয়েছে।

Advertisements

গতকাল ২২ আগস্ট বৃহস্পতিবার দায়েরকৃত এই মামলার বাদী গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তার ঠিকানা লেখা রয়েছে- মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী আরও ৫০০ জন।

Advertisements

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। আসামির তালিকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে মাগুরা-১ আসন থেকে সাংসদ হয়েছিলেন সাকিব আল হাসান। হাসিনা সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি। আগেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে তিনি দেশের বাইরে গিয়েছিলেন। আন্দোলন চলাকালে তিনি কোনো মন্তব্যও করেননি। বরং পারিবারিক আনন্দময় মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিতর্কিত হয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন