English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

৯৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্টিভেন স্মিথ

- Advertisements -

লর্ডসের মাঠে যেন নিজের সেরাটা উজাড় করে দেন স্টিভ স্মিথ। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার এই ব্যাটার ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়া বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখেও৬৬ রানের ইনিংস খেলেছেন। আর এই ইনিংসের সুবাদে তিনি ভেঙেছেন একের পর এক রেকর্ড, যা তাকে ইংল্যান্ডের এই ঐতিহাসিক মাঠে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে।

লর্ডস বরাবরই স্মিথের প্রিয় মাঠ। এর আগে ২০২৩ সালে এখানে তার দুর্দান্ত এক সেঞ্চুরি ছিল। বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে পরিচিত স্মিথ এবারও নিজেকে প্রমাণ করলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনের খেলায় তার ১১২ বলে ৬৬ রানের ইনিংসে এমন কিছু কীর্তি যুক্ত হয়েছে, যা তাকে ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন করে স্থান দিয়েছে।

স্মিথ এখন ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের মালিক। ১৮টি ফিফটি নিয়ে তিনি এতদিন এই তালিকায় থাকা অনেক কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন। লর্ডসের মাঠে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও এখন স্মিথের দখলে। তার ৬৬ রানের ইনিংসের সুবাদে এই ঐতিহাসিক ভেন্যুতে তার মোট রান দাঁড়িয়েছে ৫৭৮। তিনি ভেঙেছেন ৯৯ বছরের পুরনো রেকর্ড, পেছনে ফেলেছেন ওয়ারেন বার্ডসলি, গ্যারি সোবার্স, এবং স্যার ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের। লর্ডসের ৬টি ম্যাচের ১০টি ইনিংসে স্মিথের মোট রান ৫৯১, গড় ৫৯.১০। অন্যদিকে, নিজ দেশের ওয়ারেন বার্ডসলি ১৯০৯-১৯২৬ সালের মধ্যে ৫টি ম্যাচের ৭টি ইনিংসে ১১৫ গড়ে ৫৭৫ রান করেছিলেন।

স্টিভ স্মিথ ৬৬ রানের ইনিংস খেলে তিনি এমন সব কীর্তি গড়েছেন, যেখানে আর কোনো ক্রিকেটার পা রাখেননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি একাধিক ফাইনালে ফিফটি করেছেন। এছাড়াও, এশিয়ার বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির নকআউট ম্যাচে তার ৫টির বেশি ফিফটি রয়েছে। গতকাল তিনি তার ৭ম ফিফটি দিয়ে শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ৬৬ রানের এই ইনিংসটি লর্ডসে স্মিথের ৫ম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ক্রিকেটের ইতিহাসে ভিনদেশী ক্রিকেটারদের মধ্যে কেবল শিভনারায়ণ চন্দরপল এই কীর্তি অর্জন করতে পেরেছিলেন। তবে এখানেই শেষ নয়, স্মিথের সামনে এখন আরও এক ঐতিহাসিক রেকর্ডের হাতছানি। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে টেস্টে ৫০০ রান করার সুযোগ রয়েছে তার। রিকি পন্টিংয়ের ৪৭০ রান তিনি গতকালই পেরিয়েছেন এবং ৪৯৫ রানে থেমেছেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রান করলেই স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ানদের মধ্যে নতুন ইতিহাস গড়বেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vidn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন