English

30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

আইপিএল ক্রিকেটারদের দায়িত্বশীল করছে: শোয়েব আখতার

- Advertisements -
Advertisements
Advertisements

বর্তমান ক্রিকেটবিশ্বে ঘরোয়া আসরগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলোয়াড়দের অনেক বেশি দায়িত্বশীল করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। আইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আখতার। গতকাল শনিবার শুরু হয়েছে পঞ্চদশ আসর। তার মতে, আইপিএল থেকে প্রচুর টাকা উপার্জনের জন্য ক্রিকেটাররা দায়িত্বশীল হয়েছে।

২০০৮ সালে প্রথম আইপিএলের পর টুর্নামেন্টটির বাজারমূল্য এখন আকাশছোঁয়া। প্রতিটি আসরই তা ক্রমে বেড়ে চলছে। অর্থের কাড়াকাড়িতে আইপিএল এখন বিশ্বের ক্রিকেটারদের অন্যতম পছন্দের লিগ। এই অর্থের কারণেই ক্রিকেটাররা অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।

ভারতীয় স্পোর্টস ওয়েব পোর্টাল স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমি এমন একটা সময় দেখেছি যখন কোনো ক্রিকেটারই বেশি টাকা বানাতে পারেনি। তারপর আমি এমন ভারতকে দেখেছি, যেখানে শুধু শচীন টেন্ডুলকার টাকা বানাতে পেরেছিল। এখন এমন একটা ভারতকে দেখছি যেখানে সব ক্রিকেটার টাকা আয় করতে পারছে। সবার কাছে টাকা আছে। সবার মধ্যে আলাদা দায়িত্ববোধ আছে। ‘

তিনি আরো বলেন, ‘টুর্নামেন্টটার চাহিদা আকাশচুম্বী। এটি প্রমাণ করেছে, যদি তোমার টাকার দরকার হয়, তবে তোমার মধ্যে দায়িত্ববোধ থাকতে হবে এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে। সেটা মাঠের ভেতর হোক বা মাঠের বাইরে হোক। এটা দেখতে খুব ভালো লাগছে যে ক্রিকেটাররা অর্থ উপার্জনের পাশাপাশি দায়িত্বশীল হয়েছে। আপনি যদি এই মুহূর্তে ফোকাসড না হন, ম্যাচ গড়াপেটার মতো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বেন। তবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। লোকসান হবে আপনার। ‘

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন