English

25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে প্রথম রূপান্তরিত নারীর

- Advertisements -

নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রূপান্তরিত খেলোয়াড় হতে যাচ্ছেন কানাডার ড্যানিয়েলে ম্যাকগাহি। ২৯ বছর বয়সী এই ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে খেলবেন।

পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে খেলতে হলে আইসিসির বেশকিছু নিয়ম আছে। সেই নিয়ম-নীতি পূরণ করেই ড্যানিয়েলে ম্যাকগাহি নারী দলে খেলার অনুমতি পেয়েছেন।

কানাডার ম্যাকগাহির বিষয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে ড্যানিয়েল আইসিসির প্লেয়ার এলিজিবিলিটি রেগুলেশনসে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য হয়েছেন।’

বিবিসির খবরে বলা হয়, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেয়ার আগপর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।

বর্তমানে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল আর ক্রিকেটে রূপান্তরিত নারীদের মেয়েদের দলে খেলার সুযোগ আছে। তবে অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও রাগবিতে মেয়েদের ইভেন্টে রূপান্তরিত নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হবে ম্যাকগাহির কানাডা। এই বাছাইয়ে অপর দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে। যেখান থেকে দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k1q5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন