English

26 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫
- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার মতো কোনো খেলোয়াড় নেই: ওয়াসিম

- Advertisements -

নাসিম রুমি: ঘরের মাঠে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন তিনি তেমনি মাঠে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। সবকিছু মিলিয়ে রোহিতের এমন পারফর্ম্যান্সের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দেরও বাধ্য করেছে তার প্রশংসা করতে।

সম্প্রতি রোহিতের প্রশংসা করেছে পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াসিম আকরাম। চলমান বিশ্বকাপে প্রথম পর্বের ৯ ম্যাচে ব্যাট হাতে নেমে ৫০৩ রান করেছেন। তার রানের গড় এবং স্ট্রাইক রেট হলো যথাক্রমে—৫৫.৮৮ এবং ১২১.৪৯। তিনি এই টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান এবং একটি শতরানের ইনিংস খেলেছেন।

ভারতীয় এই মারকুটে অপেনারকে নিয়ে সম্প্রতি এ স্পোর্টসে ওয়াসিম আকরাম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার মতো কোনো খেলোয়াড় নেই। আমরা বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং বাবর আজমের কথা বলি কিন্তু এই লোকটি আলাদা। প্রতিপক্ষ বা বোলিং আক্রমণ যা-ই হোক না কেন, তিনি ব্যাটিংকে খুব সহজ করে দেখান।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন