English

37 C
Dhaka
বুধবার, মে ১, ২০২৪
- Advertisement -

এশিয়া কাপ-২০২২: যে জায়গায় সবার ওপরে মোসাদ্দেক

- Advertisements -

এশিয়া কাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। দুবাইয়ে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে লঙ্কানরা।এদিন পাকিস্তানের ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ইভেন্টেই দুর্দান্ত ছিল লঙ্কানরা।

গত মাসের ২৭ আগস্ট শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয় আসর। উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। অথচ সেই শ্রীলঙ্কা এখন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এই আসরে ধারাবাহিকভাবে ভালো খেলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর বোলিংয়ে সেরা ভারতের ভূবনেশ্বর কুমার। এবারের এশিয়া কাপে এক দিক থেকে সবার উপরে রয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত।

গোটা আসরে সর্বোচ্চ স্ট্রাইকরেট বাংলাদেশের এই ব্যাটারের। সদ্য সমাপ্ত এশিয়া কাপে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি। ১৮০.০০ স্ট্রাইকরেটে মোসাদ্দেক করেছেন মোট ৭২ রান। ১৭১.৪২ স্ট্রাইকরেট নিয়ে দুইয়ে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। মোসাদ্দেকের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে নাজিবের মোট রান ৭২। স্ট্রাইকরেটের তালিকায় তিনে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৬৩.৫৩ স্ট্রাইকরেটের তাঁর সংগ্রহ ১৩৯ রান। আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ ১৬৩.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ১৫২ রান। ১৫৬.৫৭ স্ট্রাইকরেট নিয়ে পাঁচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

Advertisements

এবারের আসরে সেরার তালিকায় এগিয়ে আছেন যারা- 

ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ৬ ম্যাচ, ২৮১ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৮ রান।
বিরাট কোহলি (ভারত) ৫ ম্যাচ, ২৭৬ রান, সর্বোচ্চ অপরাজিত ১২২ রান।
ইবরাহিম জাদরান (আফগানিস্তান) ৫ ম্যাচ, ১৯৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান।
ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ১৯১ রান, সর্বোচ্চ অপরাজিত ৭১ রান।
পাথুম নিশান্কা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ১৭৩ রান, সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান।

বোলিংয়ের শীর্ষ পাঁচ

ভুবনেশ্বর কুমার (ভারত) ৫ ম্যাচ, ১১ উইকেট, সর্বোচ্চ ৪ রানে ৫ উইকেট।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ৯ উইকেট, সর্বোচ্চ ২১ রানে ৩ উইকেট।
মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান) ৬ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ৫ রানে ৩ উইকেট।
শাদাব খান (পাকিস্তান) ৫ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ৮ রানে ৪ উইকেট।
হারিস রউফ (পাকিস্তান) ৬ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ১৬ রানে ৩ উইকেট।

Advertisements

সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যান

মোহাম্মদ রিজওয়ান( পাকিস্তান)  ৬  ম্যাচে ২১ টি চার
বিরাট কোহলি( ভারত)-  ৫ ম্যাচে ২০  টি চার
ভানুকা রাজাপকসা( শ্রীলংকা)- ৬ ম্যাচে ১৫ টি চার
পথুম নিসাঙ্কা(শ্রীলংকা)- ৬ ম্যাচে ১৫ টি চার
ইব্রাহিম জাদরান(আফগানিস্তান)- ৫ ম্যাচে ১৪ টি চার

সবচেয়ে বেশি ছক্কা হাকানো ব্যাটসম্যান

রহমানুল্লাহ গুরবাজ(আফগানিস্তান)- ৫ ম্যাচে ১২টি  ছক্কা
বিরাট কোহলি( ভারত)-  ৫ ম্যাচে ১২টি ছক্কা।
ভানুকা রাজাপকসা( শ্রীলংকা)- ৬ ম্যাচে ৯টি ছক্কা
কুসল মেন্ডিস(শ্রীলংকা)- ৬ ম্যাচে ৯টি ছক্কা
সূর্যকুমার যাদব(ভারত)- ৫ ম্যাচে ৮টি ছক্কা

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন