ধীরে ধীরে আমরা ফুটবল খেলা বন্ধ করে দিলাম ওয়ার্ম-আপে, কারণ এমন লড়াই হতোই। এতজন অ্যাথলেট, সবাই আক্রমণাত্মক, প্রত্যেকে নিজের মতো বড়সড় তারকা।’ তিনি বলেন’ ‘আমরা দক্ষিণ আফ্রিকা সফরে ছিলাম, বিরাট আমাকে রান আউট করে দেয়। তখন আমি ভীষণ রেগে গিয়েছিলাম… আমার (আইপিএল) নিলামও ভালো হয়নি। সেসব নিয়েই মন খারাপ ছিল। তার ওপর এই রান আউট! আমি তখন প্রচণ্ড গালি দিয়েছিলাম… বিরাট মাঝখানে ছিল, আমি ড্রেসিং রুমে বসে ঝাড়ছিলাম—ওকে উদ্দেশ্য করে নয়, ব্যাটসম্যানরা যেমন করে। তবে আমাদের মধ্যে বোঝাপড়া ছিল, কারণ আমরা জানি এগুলো ইচ্ছাকৃত নয়।
শুধু একবার নয়, আরো একবার কোহলির সঙ্গে ধাওয়ানের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির কারণে রান আউট হওয়ার স্মৃতিও শেয়ার করেছেন ধাওয়ান।
ক্রিকেটে এমনটা হতেই পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’ খ্যাত শিখর ধাওয়ান। অন্যদিকে কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পর এখন শুধু ওডিআই খেলে যাচ্ছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7ai