English

25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
- Advertisement -

কোহলির সঙ্গে ঝগড়ার অজানা কাহিনি শোনালেন ধাওয়ান

- Advertisements -
বছরের পর বছর ক্রিকেট দুনিয়ায় বহু বন্ধুত্বই ভক্তদের হৃদয় জয় করেছে। এর মধ্যে অন্যতম ছিল বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের বন্ধন, যা অনেকটা সত্যিকারের ভ্রাতৃত্বে পরিণত হয়েছিল। তবে মজার মুহূর্তের পাশাপাশি একসময় দুজনের মধ্যে তীব্র বিতণ্ডাও হয়েছিল। সম্প্রতি এক পডকাস্টে ধাওয়ান সেই স্মৃতির কথা শোনালেন।
সবসময়ই হাসিখুশি ও প্রাণবন্ত ধাওয়ান জানালেন, কোহলির সঙ্গে একবার মাঠেই ঝগড়া বেঁধেছিল। রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে ধাওয়ান বলেন, ‘বিরাট আর আমি একবার ঝগড়া করেছিলাম। ওয়ার্ম-আপে ফুটবল খেলতে গিয়ে আমরা একে অপরকে শোল্ডার ট্যাকল করি। সেকেন্ড খানেকের জন্য রাগ উঠে গিয়েছিল।
ধীরে ধীরে আমরা ফুটবল খেলা বন্ধ করে দিলাম ওয়ার্ম-আপে, কারণ এমন লড়াই হতোই। এতজন অ্যাথলেট, সবাই আক্রমণাত্মক, প্রত্যেকে নিজের মতো বড়সড় তারকা।’ 

শুধু একবার নয়, আরো একবার কোহলির সঙ্গে ধাওয়ানের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির কারণে রান আউট হওয়ার স্মৃতিও শেয়ার করেছেন ধাওয়ান।

তিনি বলেন’ ‘আমরা দক্ষিণ আফ্রিকা সফরে ছিলাম, বিরাট আমাকে রান আউট করে দেয়। তখন আমি ভীষণ রেগে গিয়েছিলাম… আমার (আইপিএল) নিলামও ভালো হয়নি। সেসব নিয়েই মন খারাপ ছিল। তার ওপর এই রান আউট! আমি তখন প্রচণ্ড গালি দিয়েছিলাম… বিরাট মাঝখানে ছিল, আমি ড্রেসিং রুমে বসে ঝাড়ছিলাম—ওকে উদ্দেশ্য করে নয়, ব্যাটসম্যানরা যেমন করে। তবে আমাদের মধ্যে বোঝাপড়া ছিল, কারণ আমরা জানি এগুলো ইচ্ছাকৃত নয়।
ক্রিকেটে এমনটা হতেই পারে।’ 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’ খ্যাত শিখর ধাওয়ান। অন্যদিকে কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পর এখন শুধু ওডিআই খেলে যাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7ai
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন