English

28 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
- Advertisement -

ক্ষমা চাইলেন রিশাদ

- Advertisements -

নাসিম রুমি: ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরপর দেশে ফিরে দুবাই ট্রানজিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাহোর কালান্দার্সের বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। সেই সাক্ষাৎকারে সতীর্থ টম কারান ও ড্যারেল মিচেলের মানসিক অবস্থার বর্ণনা দেন তিনি। কারানকে নিয়ে বলেন, বিমানের দেখা না পেয়ে শিশুদের মতো কেঁদেছেন। আর মিচেল নাকি পণ করেছেন পাকিস্তানে আর না যাওয়ার।

এই বক্তব্য গণমাধ্যমে প্রসঙ্গ ছাড়া প্রকাশ পেয়ে বিভ্রান্তি তৈরি করে।

ড্যারিল মিচেল আর কখনো পাকিস্তান যাবেন না রিশাদকে উদ্ধৃত করে এমন একটি প্রতিবেদনের পরই মূলত আলোচনা শুরু হয়। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির জন্য এবার অনুশোচনা প্রকাশ করেছেন রিশাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় বিবৃতি দিয়েছেন টাইগার অলরাউন্ডার। সেখানে ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে রিশাদ বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের করা ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মন্তব্যগুলো করা হয়েছে দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

তিনি বলেন, ‘পিএসএল যত দ্রুত সম্ভব ফিরে আসবে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা। ইনশাল্লাহ খুব দ্রুতই শান্তি ফিরে আসবে সবার মাঝে। এবং বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে একটাই বলতে চাই বাজে বা কোন ফেক নিউজ শুনে কেউ বিভ্রান্ত হবেন না। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল করে থাকি বা ভুল নিউজ দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

রিশাদ আরও বলেন, ‘আমি কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন