নাসিম রুমি: প্রতি আইপিএলেই ধারণা করা হয়, মৌসুম শেষে মহেন্দ্র সিং ধোনি হয়তো অবসর নেবেন। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এবারের আইপিএলেও তা হয়নি। চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ৪৩ বছর বয়সী ক্রিকেটকে বিদায় জানাননি। গতকাল বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে ধোনি নিজেই তার অবসর নিয়ে কথা বলেছেন।
চলতি আসরে মাত্র ৩টি ম্যাচ জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই! গতকাল কলকাতাকে হারিয়ে ধোনি বলেন, ‘এখনও অবসরের কথা ভাবিনি। আমার বয়স ৪৩ বছর, অনেকদিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কিনা। বছরে মাত্র দুই মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ৬-৮ মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালোবাসাটা অপূর্ব।’
বুধবারের ম্যাচটিতে ব্যাট হাতে ধোনি ১৮ বলে ১৭ রান করেন। তার ইনিংসে একটিমাত্র ছক্কা আছে। ধোনি আরও বলেন, ‘এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি, তবু জিততে পেরে ভালো লাগছে। এবার অনেককিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোন ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মৌসুমে খেলতে হবে।’