English

24 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মাশরাফি

- Advertisements -

নাসিম রুমি: দিন কয়েক আগেই ওয়ানডেতেও প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ দল। এরপর গতকাল বুধবার নেপিয়ারে টি-টোয়েন্টিতে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে শুরু করেছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পেল তারা।

Advertisements

বাংলাদেশ দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নিজ এলাকা নড়াইলেই অবস্থান করছেন ম্যাশ। সেখানেই এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান মাশরাফি।

তিনি বলেন, ‘বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ, খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’

Advertisements

শান্তর নেতৃত্বে এবার জয় পেয়েছে টাইগাররা। তাই মাশরাফির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব নিয়ে, ‘অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে। ও যেহেতু বুঝে ফেলছে সবকিছু, দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।’

এদিকে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলেন লিটন। ম্যাচের শেষ পর্যন্তই ক্রিজে থেকে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার। লিটনের ইনিংস নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এভাবে খেলার দায়িত্বই তার।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন