নাসিম রুমি: ভারতের সাবেক অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিইআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী আবারও ক্রিকেট প্রশাসনে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি আসন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে নির্বাচন করবেন। সংবাদমাধ্যমকে গাঙ্গুলী নিজেই এ খবর নিশ্চিত করেছেন। শীঘ্রই তিনি মনোনোয়নপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন।
সিএবির বর্তমান সভাপতি সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার মেয়াদ শেষ। এরই মধ্যে ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। গাঙ্গুলী জানিয়েছেন, তিনি বার্ষিক সাধারণ সভার আগে নিজের মনোনয়নপত্র জমা দেবেন। তুমুল জনপ্রিয়া এই ক্রিকেটার সভাপতি পদে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে সিএবির নির্বাচন নাও হতে পারে। কারণ, সৌরভ সভাপতি হতে চাইলে নির্বাচনের আয়োজন না করে সবার সম্মতির ভিত্তিতে সভাপতি বেছে নেওয়াও হতে পারে। এর আগে ২০১৫ সালে সিএবির সচিব ছিলেন গাঙ্গুলী। ওই বছরের শেষ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন সিএবির সভাপতি। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিসিসিআই সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যান গাঙ্গুলী। তৃণমূল ক্রিকেটে জোর দিয়ে অসংখ্য ক্রিকেটার তুলে আনার পথ তৈরি করেন। উঠতি ক্রিকেটারদের বিশ্বমানের প্রশিক্ষণ দেয় তার উদ্যোগে বেঙ্গালুরুতে আধুনিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রতিষ্ঠিত হয়। এছাড়া সিএবি সভাপতি হিসেবেও তিনি বাংলার পেশাদার কোচিং–ব্যবস্থা ও খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি জোরদারে গুরুত্ব দেন।