নাসিম রুমি: গতকাল রাতে ক্যান্ডিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার করা ২৮৫ রানের জবাবে বাংলাদেশ হেরেছে ৯৯ রানে। লঙ্কানদের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিলো স্কোর ৩০০ বা তার বেশি হবে। তবে শেষ দিকে বাংলাদেশের বোলাররা ভালো করায় সেটি হয়নি। তবে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘শেষ ১০ ওভারে আমরা ভালো বল করেছি। স্পিনাররা ভালো করেছে। আমরা ভালো ব্যাট করা নিয়ে কথা বলেছিলাম। তবে মিডল অর্ডারে কোন জুটি করতে পারিনি। শুরুতেও কিছু উইকেট হারাই।’
দলে নতুন খেলোয়াড় আসছে বিষয়টি তুলে মিরাজ বলেন, ‘দলে নতুন খেলোয়াড় আসছে, আমরা সব সময়ই চেষ্টা করি এবং পজিটিভ থাকি। আরও সুযোগ পেলে তারা ভালো করবে।’