English

24.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

অবশেষে কুমিল্লার হয়ে বিপিএলে খেলবেন শাহীন আফ্রিদি

- Advertisements -

নাসিম রুমি: ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন শাহীন আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটেই ছিটকে গেছেন তিনি। পাকিস্তানের এই তারকা পেসারের বিপিএল খেলার কথা। আসরের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তবে ইনজুরির কারণে আফ্রিদির বাংলাদেশে আসা নিয়ে শঙ্কা জাগে। তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে। বিপিএল খেলতে আসছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

আফ্রিদির পক্ষ থেকে কুমিল্লাকে বলা হয়েছে, বিপিএল খেলতে আসবেন তিনি। যার ফলে বড় এক স্বস্তি মিলেছে কুমিল্লা শিবিরে। একইসাথে ভক্ত-সমর্থকদের মনেও বেড়েছে আশা। আফ্রিদি খেলতে আসলে, একই দলের হয়ে লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি ও মুস্তাফিজুর রহমানকে বিপিএল মাতাতে দেখা যাবে।

এমনিতেই তারকাখ্যাতির অভাব এবারের বিপিএলে। আর তাই যদি এই চার ক্রিকেটারকে একসাথে খেলতে দেখা যায়, তাহলে বড়সড় কিছুই অপেক্ষা করছে সমর্থকদের জন্য। তবে বিপিএলের শুরুতেই এটি সফল হচ্ছে না, সেটা এক প্রকার নিশ্চিত। আসরের মাঝামাঝি সময়ে বিপিএল খেলতে আসবেন আফ্রিদি।
উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবারের বিপিএল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/55p6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন