English

28 C
Dhaka
সোমবার, জুন ১৬, ২০২৫
- Advertisement -

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

- Advertisements -
সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। কার্যক্রম নিষিদ্ধের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।
Advertisements

আটক আব্দুল আউয়াল সরদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গতকাল রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে এমন একটি তথ্য জানতে পেয়েছি। তবে ইমিগ্রেশন থেকে ফরমালি কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি-না তা খোঁজ নিয়ে দেখছি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন